নির্বাচনী ইশতেহার

'ঢাবি অ্যালামনাই অ্যাবরোড' গঠন করা
পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে “Dhaka University Alumni Abroad (DUAA)” গঠন করা হবে, যা বর্তমান শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক একাডেমিক ও পেশাগত সংযোগ, স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, গবেষণা ও ইন্টার্নশিপের তথ্য বিনিময় ও সহযোগিতা নিশ্চিত করবে
সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট তোলা সহজ করা
উচ্চশিক্ষায় আবেদনের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অনাপত্তিপত্র ও MOI সহজে ও দ্রুত সরবরাহে সমন্বিত অনলাইন সিস্টেম চালু করা হবে এবং এসব নথিপত্র উত্তোলন ও প্রেরণের ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনা হবে
অ্যাকাডেমিক এক্সচেঞ্জ, স্কলারশিপ, গবেষণা ও ক্যারিয়ার গাইডেন্স
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে টেকসই সহযোগিতা ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক এক্সচেঞ্জ, স্কলারশিপ, গবেষণা ও ক্যারিয়ার গাইডেন্সে সরাসরি সুযোগ পাবে
বর্তমান কারিকুলামের যুগোপযোগী সংস্কার
বিদ্যমান কারিকুলামে যুগোপযোগী সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা সহজে ক্রেডিট ট্রান্সফার ও বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের যোগ্যতা অর্জন করতে পারে
নিয়মিত ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা
বিভিন্ন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজনের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করা হবে
SOP প্রস্তুতিতে প্রশিক্ষণ দেয়া ও ওয়ার্কশপের আয়োজন করা
আন্তর্জাতিক স্কলারশিপ আবেদন, গবেষণা প্রপোজাল রচনা ও SOP প্রস্তুতিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহনে নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ আয়োজন করা হবে
প্রতিবছর ক্যাম্পাসে একাধিক এডুকেশন এক্সপো আয়োজন করা
Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB) এর সহযোগিতায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক এডুকেশন এক্সপো আয়োজন করা হবে, যেখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভর্তি তথ্য, বৃত্তি ও ক্যারিয়ার পরামর্শের সুযোগ পাবে

আপনাদের ক্যাম্পাসের ভাই-বন্ধু-বড় ভাই-ছোট ভাই হিসেবে আপনাদের দোয়া চাই।

ক্যাম্পাসে আসার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আপনাদের সাথে যে পথচলা, সেটার উপর ভিত্তি করে আমাকে জাজ করুন।

নিশ্চিত করে বলতে পারি নিজের জ্ঞাতসারে কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। এবং কারো সাথে অন্যায় করিনি। সর্বদা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। সর্বশেষ ২০২৪ এর গণঅভ্যুত্থানেও রাজপথে ছিলাম সক্রিয়ভাবে।

দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বর্তমানে আমার ক্যাম্পাসের ভাই-বোনদের জন্য কাজ করতে চাই।

ওয়াদা করছি নির্বাচিত হলে আমার প্রতিশ্রুতিগুলো আমি পালন করবো এবং শিক্ষার্থীদের পাশে থাকবো।

যোগাযোগ

01798-002517

mehedihasan19011936@gmail.com

আপনার মতামত দিন

Website developed by Syed Tawsif Islam

Email: syedtawsif80@gmail.com