রাজপথে নেতৃত্বে

অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদাই সরব। কোথাও অন্যায় দেখলে আমি সবার আগে প্রতিবাদ করি। এর ফলে বিভিন্ন সময় নানা হামলা-মামলার শিকার হয়েছি। মাথা ফেটেছে, ঘাড়ে কোপ খেয়েছি, হাত ভেঙ্গেছে ইত্যাদি। এমনকি এখনও আমার বাম হাতের ভেতর রড বসানো। কিন্তু তাও দমে যাইনি এবং কখনও দমে যাবোও না। জুলাইয়ে যেমন সম্মুখসারীর যোদ্ধা ছিলাম তেমনি অন্যায়ের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদে আপনারা আমাকে সবার আগে পাশে পাবেন ইনশাল্লাহ

গিয়েছিলাম শিক্ষার্থী ও দেশবাসীর অধিকার আদায়ের আন্দোলনে। হঠাৎ রাজপথে দেখা হয়ে গেল আব্বুর সাথে। আব্বু তার বন্ধুদের সাথে গিয়েছিলেন।

গণআন্দোলন বুঝি এমনই হয়।

স্মৃতি হিসেবে থাকুক আজীবন….

আমার ভাই যখন রক্তাক্ত অবস্থায় আমার কোলে ছিল তখন এই শার্টই পড়া ছিলাম। আমার ভাইয়ের রক্ত এই শার্টে। রাষ্ট্রীয় শোককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে খুনীদের উদ্দেশ্যে রক্তস্নাত লাল কার্ড……

লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করে বাঁচতে চাই
পুলিশের টিয়ারশেলের সামনে সবথেকে বড় প্রতিষেধক ব্যবস্থা হচ্ছে আগুন। টিয়ার গ্যাস আগুনের সামনে কাজ করেনা। পুলিশ যখন নিজেরা গাড়ি পুড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশকারীদের উপর দায় চাপাতে ব্যস্ত, গুলি করতে ব্যস্ত, জাতীয়তাবাদীরা তখন এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশকে প্রতিরোধে ব্যস্ত।

যোগাযোগ

01798-002517

mehedihasan19011936@gmail.com

আপনার মতামত দিন

Website developed by Syed Tawsif Islam

Email: syedtawsif80@gmail.com